রাজিবুল ইসলাম

  ২০ জানুয়ারি, ২০২১

ক্রিকেটের দুয়ার খুলছে আজ

মুশফিকুর রহিমের গণনায় দশ মাস দশ দিন। একজন মা সন্তানকে যতদিন গর্ভে ধারণ করেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসও লাল-সবুজের বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট হতে দেয়নি ততগুলো দিন। অবশেষে ফুরোচ্ছে দীর্ঘ অপেক্ষা। করোনা নির্বাসন কাটিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘হোম অব ক্রিকেট’ আজ টাইগারদের প্রত্যাবর্তন ম্যাচ শুরু সকাল সাড়ে ১১টায়। তবে লকডাউন পরবর্তী নতুন স্বাভাবিকতায় ‘অস্বাভাবিক’ এক অভিজ্ঞতাই হবে বাংলাদেশ দলের। করোনার টিকা আবিষ্কৃত হলেও এখনো প্রয়োগ শুরু হয়নি। তাই দর্শকশূন্য মাঠেই খেলতে হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে টিভি পর্দার সামনে বসেই। সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, নাগরিক টিভি এবং টি স্পোর্টস।

করোনাবিধি মেনে জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি খেলবে দুদলের ক্রিকেটাররা। করোনাভীতিতে বাংলাদেশ সফরে আসেননি ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ ১০জন খেলোয়াড়। এছাড়া ব্যক্তিগত কারণে আরো দুজন ক্রিকেটার সফর থেকে নাম প্রত্যাহার করায় ইতিহাসে সবচেয়ে দুর্বল দল হিসেবে বিবেচিত হচ্ছে ক্যারিবীয়রা। তারপরও সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়াতে আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। কারণ, ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ভারত বাদে পয়েন্ট টেবিলে শীর্ষ সাতের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। গত বছর শুরু হওয়া সুপার লিগ পর্বে প্রতিটি দলকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে চারটি করে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় সিরিজ। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টগুলো অর্জন করতে হবে। সত্যিকারার্থেই আমাদের শুরুটা ভাল করা নিশ্চিত করতে চাই। আমরা অবশ্যই ম্যাচ বাই ম্যাচ নিয়ে চিন্তা করব। আমরা ভালোভাবে সিরিজ শুরু করতে চাই।’

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম বললেন, ‘এখন আমি মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছি, কালকে (আজকে) মাঠে নামতে মুখিয়ে আছি, রোমাঞ্চিত আছি। এখন থেকে ৩-৪ মাস বা ১ বছর পর আমি কিভাবে সাড়া দেই, সেটাও গুরুত্বপূরর্ণ। সবসময়ই একটা কথা বলি, এমন নয় যে খারাপ হলেই আমি উপভোগ করব না। অনেক সময় এরকম হতে পারে, দল ভালো করছে কিন্তু আমি উপভোগ করছি না। তখন অন্য ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এখন আমি প্রশংসা-সমালোচনা, সবকিছুর জন্য প্রস্তুত।’

জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্যারিবীয়দের ভারপ্রাপ্ত অধিনায়ক জেসন মোহামেদও। তার ভাষ্য, ‘অবশ্যই আমাদের লক্ষ্য সিরিজ জয়। ধারাবাহিকভাবে ভালো খেলা ও আমরা যে ফলটি আশা করছি, তা অর্জন করতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, সিরিজে তার দল আন্ডারডগ হিসেবে খেলবে। আর এটিই তাদের মনোবলকে বাড়িয়ে দেবে, ‘নতুন খেলোয়াড়রা তাদের প্রমাণ করতে প্রস্তুত। আমি তাদের চোখে প্রবল আকাঙ্খা দেখেছি। তারা সবাই আমাকে মুগ্ধ করেছে। তবে এখানে আন্ডাডগ হওয়াতেই আমাদের মনোবল বাড়াচ্ছে।’

বাংলাদেশে ব্যাটের-বলের লড়াই ফেরার দিনটা যেই রাঙাক, একটা জমজমাট ম্যাচেরই আশা করছেন ভক্তরা। ফল যাই হোক, দিন শেষে জয় হবে ক্রিকেটেরই।

‘মাঠে নামতে মুখিয়ে আছি। সব মিলিয়ে বেশ রোমাঞ্চিতও। এখন আমি প্রশংসা-সমালোচনা সবকিছুর জন্য প্রস্তুত’ - তামিম ইকবাল , অধিনায়ক, বাংলাদেশ

‘অবশ্যই আমাদের লক্ষ্য সিরিজ জয়। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে যে ফলটি আশা করছি, তা অর্জন করা সম্ভব’ - জেসন মোহামেদ , অধিনায়ক, উইন্ডিজ

বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে পরিসংখ্যান

ম্যাচ বাংলাদেশ উইন্ডিজ পরিত্যক্ত

৩৮ ১৫ ২১ ২

দলীয় সর্বোচ্চ

* বাংলাদেশ

৩২২/৩, টাউনটন, ২০১৯

* উইন্ডিজ

৩২৮/৭, সেন্ট কিটস, ২০১৪

দলীয় সর্বোনিম্ন

* বাংলাদেশ

৫৮/১০, ঢাকা, ২০১১

* উইন্ডিজ

৬১/১০, চট্টগ্রাম, ২০১১

সর্বাধিক রান

* বাংলাদেশ

তামিম ইকবাল, ৯৩৩

* উইন্ডিজ

শাই হোপ, ৭৫৮

সেরা ইনিংস

* বাংলাদেশ

তামিম ইকবাল, ১৩০*

* উইন্ডিজ

দিনেশ রামদিন, ১৬৯

সর্বোচ্চ ইউকেট

* বাংলাদেশ

মাশরাফি মুর্তজা, ৩০

* উইন্ডিজ

কেমার রোচ, ৩০

সেরা বোলিং

* বাংলাদেশ

তাপস বৈশ্য, ১৬/৪

* উইন্ডিজ

মারভিন ডিলন, ২৯/৫

* সর্বশেষ ৫ ম্যাচে হারেনি বাংলাদেশ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close