ক্রীড়া প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০২১

শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্স

বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রধান ভেন্যু হিসেবে পরিচিত রাজধানীর রমনা টেনিস কমপ্লেক্স। এখন থেকে এই কমপ্লেক্সটি পরিচিতি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গতকাল গণমাধ্যমকে বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেক সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর মতো দীপ্তমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন।’ এরপরই প্রতিমন্ত্রী যোগ করেছেন, ‘আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে তার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close