ক্রীড়া ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২১

নাইজেরিয়ান বালকের বিশ্ব রেকর্ড

এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবল স্পর্শ করার বিশ্ব রেকর্ড গড়েছে ১২ বছর বয়সি নাইজেরিয়ান এক বালক। এ সময় তার মাথায় ছিল আরেকটি বল। একই সময়ে দুটি ফুটবলের ভারসাম্য রাখতে হয়েছিল তাকে।

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের শহর ওয়ারির সেই বিস্ময় বালকের নাম চিনোনসো ইশে। দ্বিতীয় আরেকটি বল মাথায় রেখে ৬০ সেকেন্ডে পা দিয়ে ১১১ বার বলে স্পর্শ করেছেন সে। তাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২১ সংস্করণে নাম উঠেছে তার।

ইশের প্রেরণা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও নাইজেরিয়ার সাবেক মিডফিল্ডার জেজে ওকোচা। তবে সবকিছু নিজে থেকেই শিখেছে বলে জানিয়েছে সে, ‘কেউ আমাকে শেখায়নি। তবে আমার বাবার দেখানো কিছু ভিডিও বড় ভূমিকা রেখেছিল। ভিডিওগুলো দেখে শেখার চেষ্টা করেছি।’

বড় হয়ে ফুটবলার ও ফ্রি-স্টাইলার হতে চায় ইশে। ঘুরে বেড়াতে চায় সারা পৃথিবী, ‘আমার স্বপ্ন হলো একজন ফুটবলার ও আন্তর্জাতিক ফ্রি-স্টাইলার হওয়া এবং সারা পৃথিবী ঘুরে বেড়ানো।’

নিজের পরবর্তী লক্ষ্যের কথাও জানিয়ে রাখল ইশে, ‘এরপর মাথায় অন্য একটি বল রেখে পা দিয়ে দুই হাজার বার বলে স্পর্শ করতে চাই। আশা করি এটা দ্রুত রপ্ত করতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close