
ক্রীড়া প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২০, ০০:০০
শেরেবাংলাতেও নীরবতা

------
আর এ কারণেই ক্রিকেট মাঠে কয়েক প্রজন্মের উপস্থিতিতে এ দিন নীরবতা পালন করা হলো। গতকাল বৃহস্পতিবার দুটি ম্যাচ ছিল বন্ধবন্ধু টি-টোয়েন্টি কাপে। প্রথম ম্যাচে লড়াই করে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। এ চার দলের খেলোয়াড়রা এক সারিতে দাঁড়িয়ে ম্যারাডোনাকে স্মরণ করেন।
শুধু খেলোয়াড়রাই নন, পেছনের আরেক সারিতে দাঁড়িয়ে সম্মান জানান বিসিবির গ্রাউন্ডসম্যানরাও। প্রেসিডেন্ট’স বক্সে ছিলেন বিসিবি কর্তারাও। নীরবতা পালনের আগে বিসিবির জায়ান্ট স্ক্রিনে ম্যারাডোনার একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। সে সময় স্ক্রিনে ভেসে ওঠে ‘আমরা তোমাকে আজীবন মনে রাখব। কিংবদন্তির মৃত্যু নেই।’
"