হঠাৎ করেই আইপিএলের ১৩তম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সুরেশ রায়না। চেন্নাইয়ে এবং সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। কিন্তু পারিবারিক কারণে ফিরে এসেছেন দেশে। পরে অব্যশ সুরেশ রায়নার চেন্নাই সুপার কিংসে আবার যোগ দেওয়ার গুঞ্জন শোনা দিয়েছিল। চেন্নাইয়ের নির্ভরযোগ্য একজন একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিল, পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলেছেন রায়না। আবার ফিরতে পারেন দলে।

  ৩০ সেপ্টেম্বর, ২০২০

রায়নাকে ছেঁটে ফেলল চেন্নাইষ ক্রীড়া ডেস্ক

পরে অবশ্য চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারতের এক সংবাদ সংস্থাকে রায়নার চেন্নাই শিবিরে ফেরার কথা উড়িয়ে দেন। রায়না পারিবারিক কারণে দেশে ফিরেছেন। তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন বলে জানান। তারপরও হয়তো রায়নার ফেরার আশা করেছিলেন অনেক। সেই সম্ভাবনা এবার শেষ করে দিল চেন্নাই সুপার কিংস। তাদের ওয়েবসাইটে চলতি মৌসুমের ক্রিকেটারদের একটা তালিকা ছিল। সেই তালিকায় ছিলেন সুরেশ রায়নাও। দেশে ফিরলেও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়নি রায়নাকে। পরে ফেরার গুঞ্জনে নামটা হয়তো রেখেই দিয়েছিল চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত ওয়েবসাইট থেকে রায়নার নাম ছেঁটে ফেলেছে চেন্নাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close