ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০২০

‘আত্মার বন্ধু’ সুয়ারেজের বিদায়ে আবেগঘন মেসি

কদিন আগে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন নিজেই। বার্সেলোনা ছাড়তে চেয়ে কত হেনস্তাই না হতে হয়েছিল লিওনেল মেসিকে। শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে পারলে হয়তো আরো বাজে অভিজ্ঞতা হতো তার। তাই লুইস সুয়ারেজের এমন অনাকাক্সিক্ষত বিদায়ে আর কিভাবে অবাক হন এই আর্জেন্টাইন তারকা। হনওনি। তবে আত্মার সম্পর্কের বন্ধুর এমন বিদায়ে কষ্ট পেয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার দলে ব্যাপক পরিবর্তন অনুমিত ছিল। কোচ বদল দিয়ে যার শুরু। নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেওয়ার পর বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথা বলেন। সে তালিকায় ছিলেন সুয়ারেজ। তাও আবার মাত্র ৬০ সেকেন্ডের একটি ফোন কলে। অথচ ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আরো ভালোভাবে সংবাদটা পাওয়ার মতো যোগ্যতা নিজের পারফরম্যানস দিয়েই অর্জন করেছেন এই উরুগুয়েন তারকা।

শুধু তাই নয়, ক্লাব ছাড়তে বলার পর পছন্দ অনুযায়ী ক্লাবে যোগ দিতে গিয়েও নানা জটিলতা দেখেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদে তাকে যেতে দিতে চাননি ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। পরে ক্লাবে থেকে যাওয়ার হুমকি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা বলায় সুর নরম হয় ক্লাব সভাপতির। যোগ দিতে পেরেছেন অ্যাটলেটিকোতে।

তবে সব মিলিয়ে অসন্তুষ্ট মেসি। প্রিয় বন্ধুর বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আবেগঘন এক বার্তা দিলেন তিনি, ‘আমি আগেই ধারণা পেয়েছিলাম। কিন্তু আজ (কাল) আমি লকার রুমে ঢুকলাম এবং বিষয়টি আমাকে আঘাত করল। তোমাকে ছাড়া দিন কাটানো কতটা কঠিন হবে, মাঠে এবং মাঠের বাইরে। আমি তোমাকে খুব মিস করব। অনেক বছর হলো, অনেক সতীর্থ, মধ্যাহ্নভোজন, নৈশভোজ... এমন অনেক কিছুই যা কখনই ভুলে যেতে পারব না। প্রতিদিন একসঙ্গে এসব করতাম।’

২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সায় নাম লেখান সুয়ারেজ। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। দলটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড তার দখলে। একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগাসহ বার্সার জার্সিতে মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে ২০১৫ সালে ট্রেবল জয়ের বিরল কীর্তিও আছে সুয়ারেজের।

সেই খেলোয়াড়ের এমন বিদায় মানতে কষ্ট হচ্ছে মেসির, ‘অন্য দলের জার্সি গায়ে তোমাকে দেখা অনেক অদ্ভুত এবং তার চেয়ে বেশি হবে তোমার বিপক্ষে খেলা। তোমার বিদায়টা তেমন হওয়া উচিত ছিল যেটা তুমি প্রাপ্য। ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ব্যক্তিগত ও দলীয় অনেক গুরুত্বপূর্ণ অর্জন আছে তোমার। যেভাবে তারা লাথি মেরে বের করল সেটার প্রাপ্য তুমি ছিলে না। তবে সত্যিটা হলো এই মুহূর্তে কোনো কিছুই আমাকে অবাক করে না।’

সুয়ারেজ অ্যাটলেটিকোতে যোগ দেওয়ায় চলতি মৌসুমেই একাধিকবার তার মোকাবিলা করতে হবে। তারপরও নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়ায় সুয়ারেজকে শুভকামনা জানিয়েছেন মেসি, ‘এই নতুন চ্যালেঞ্জের জন্য তোমাকে শুভ কামনা। আমি তোমাকে খুব ভালোবাসি। শিগগিরই দেখা হবে বন্ধু।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close