reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২০

বায়ার্নের মুকুটে আরেকটি পালক

ম্যাচটা জিততে বায়ার্ন মিউনিখকে সত্যিই কষ্ট করতে হয়েছে। শেষ কবে তাদের একটি ম্যাচ জিততে এতটা ঘাম ঝরাতে হয়েছে, সেটা মনে করা মুশকিল। ১৩ মিনিটে পিছিয়ে পড়া থেকে শুরু, এরপর সমতায় ফিরলেও জয়সূচক গোলটা আসি আসি করেও আসে না। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জাভি মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের এই জয়ে মৌসুমের প্রথম শিরোপা হিসেবে উয়েফা সুপার কাপ উঁচিয়ে ধরেছেন থমাস মুলার-ম্যানুয়েল ন্যুয়ার-রবার্ট লেভানডফস্কিরা। পরশু রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরিনায় দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নের ‘শো-পিস’ ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন প্রায় ১৫ হাজার সমর্থক। এ ম্যাচ দিয়েই করোনা মহামারি শুরুর পর প্রথমবার উয়েফা আয়োজিত কোনো ম্যাচে দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পেলেন

রয়টার্স

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close