ক্রীড়া ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০২০

আম্পায়ারের ওপর প্রীতির ক্ষোভ

আইপিএলের দ্বিতীয় ম্যাচেই দেখা গেল নাটকীয়তা। অনায়াসে জেতার পরিস্থিতি থেকে ম্যাচ টাই করল কিংস ইলেভেন পাঞ্জাব। পরে সুপার ওভারে মানল হার। অথচ আম্পায়ারের দৃষ্টিকটু ভুলে পাঞ্জাবের এক রান না কাটলে ম্যাচ টাই হতোই না। স্বাভাবিক কারণেই এমন হারের পর ক্ষোভ ঝেড়েছেন দলটির অন্যতম মালকিন ও বলিউড তারকা

প্রীতি জিনতা।

পরশু রাতে দুবাইয়ে দিল্লি ক্যাপিটালের ১৫৭ রান তাড়া করতে গিয়ে শুরুর বিপর্যয়ের পরও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে জেতার পথে ছিল পাঞ্জাব। শেষ তিন বলে কেবল ১ রান দরকার ছিল তাদের। কিন্তু নাটকীয় ওই ৩ বলে দুজনের ক্যাচ দিয়ে বিদায় আর এক ডটে ম্যাচ

হয়ে যাই টাই।

তার আগের ওভারেই আম্পায়ারের দৃষ্টিকটু ভুলের শিকার হয় পাঞ্জাব। কাগিসো রাবাদার ইয়র্কার লেন্থের বলে অন সাইডে ফেলে দুই রান নিয়েছিলেন মায়াঙ্ক। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় লেগ আম্পায়ার নিতিন মেনন ইশারা করেন ক্রিস জর্ডান ক্রিজ পার হননি। অর্থাৎ, এক রান কম। কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, জর্ডান ঠিকই ক্রিজ পার করেছিলেন ব্যাট।

নাটকীয় হারের ধাক্কায় বড় হয়ে ধরা দেয় ওই ভুল। আম্পায়ার নিতিনের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে টুইটারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে নতুন নিয়মের দাবি তুলেন প্রীতি জিনতা, ‘মহামারির মধ্যে প্রচ- রোমাঞ্চ নিয়ে আমি এখানে (সংযুক্ত আরব আমিরাতে) এসেছি। ছয় দিন কোয়ারেন্টাইনে থেকেছি। কিন্তু এই এক রান কেটে নেওয়া আমাকে খুবই ধাক্কা দিয়েছে। প্রযুক্তি রাখার দরকার কী, যদি তা কাজে না লাগানো হয়। বিসিসিআইয়ের সময় এসেছে নতুন নিয়ম করার। প্রতি মৌসুমে এমনটা চলতে পারে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close