ক্রীড়া ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২০

নতুন মৌসুমেও পুরোনো বায়ার্ন

অভাবনীয় ছন্দে গত মৌসুম শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। একের পর এক প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছিল তারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে অন্যতম শক্তিশালী দল বার্সেলোনাকেও ৮ গোলের মালা পরিয়েছিল বাভারিয়ানরা। চলতি মৌসুমেও সেই ক্ষুরধার ফর্ম ধরে রেখেছে দলটি। জার্মান বুন্দেসলিগার নতুন আসরের অভিষেক ম্যাচেও শালকেকে ৮-০ গোলের লজ্জায় ডুবিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ৩ গোল করার পর দ্বিতীয়ার্ধে আরো পাঁচবার শালকের জাল কাঁপিয়েছে বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে উদ্বোধনী ম্যাচে তো বটেই, প্রথম সপ্তাহে এত বড় জয়ের নজির আর একটিও নেই।

পরশু রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন দারুণ ছন্দে থাকা সার্জি জিন্যাব্রি। এ ছাড়া গোল পেয়েছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি, লিয়ন গোরেৎস্কা, থমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। জোশুয়া কিমিচ, লেরয় সানে ও লেভা দুবার করে গোলের জোগান দিয়েছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ২২ ম্যাচ জিতল কোচ হ্যান্সি ফ্লিকের দল। আর অপরাজিত রইল ৩১ ম্যাচে। সর্বশেষ গত বছরের ৭ ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে হেরেছিল গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

এদিন ম্যাচের ব্যবধান আরো বড় হতে পারত। তবে বেশ কিছু দুর্দান্ত সেভ করেছেন শালকে গোলরক্ষক লার্ফ ফাহরমান। বারপোস্টে লেগেও ফিরে এসেছে বল। যদিও শুরুতেই পিছিয়ে পড়তে পারত বায়ার্ন। প্রথম মিনিটেই গন্সালো পেকেইন্সিয়ার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।

চতুর্থ মিনিটেই অবশ্য জোরালো এক শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জিন্যাব্রি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেৎস্কা। ৩১ মিনিটে স্পট কিক থেকে গোল পান লেভানডফস্কি। ডি-বক্সের মধ্যে তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। শালকে মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে।

তবে লজ্জার উপলক্ষ তখনো বাকি। যা হয়তো স্বপ্নেও কল্পনা করেনি শালকে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোলের নেশায় মত্ত হয়ে ওঠে ফ্লিক বাহিনী। ১৪ মিনিটের মধ্যেই দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জিন্যাব্রি। এরপর তাদের সঙ্গে যোগ দেন মুলার, সানে ও ১৭ বছর বয়সি মুসিয়ালা। ফলে ৮-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অপ্রতিরোধ্য বায়ার্ন।

বায়ান র্ ৮

শালকে ০

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close