ক্রীড়া ডেস্ক

  ১১ জুলাই, ২০২০

জুভেন্টাসে রোনালদোর ২ বছর

ইতালিয়ান সিরি ‘আ’-এর সফলতম ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার দুই বছর পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৮ সালের ১০ জুলাই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাবটিতে নাম লেখান এই পর্তুগিজ ফরওয়ার্ড। ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদোকে দলে টেনে সেসময় হইচই ফেলে দিয়েছিল জুভরা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা ইতালিতে গিয়েও রয়েছেন চেনা ছন্দে, পূরণ করে চলেছেন ভক্তদের প্রত্যাশা। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘অপ্টা’র সহায়তা নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে রোনালদোর সময় কেমন কাটছে, তা তুলে ধরা হলো সংখ্যায়।

৫৮ এখন পর্যন্ত জুভদের হয়ে মোট ৫৮ গোল করেছেন রোনালদো। এজন্য তাকে খেলতে হয়েছে ৮২ ম্যাচ।

.৭১ ইতালিয়ান ক্লাবটির হয়ে ম্যাচ প্রতি .৭১ গোল করেছেন তিনি।

৪৭ সিরি ‘আ’তে রোনালদোর মোট গোল ৪৭টি। এরই মধ্যে ইতালির শীর্ষ লিগে সবচেয়ে বেশি গোল করা পর্তুগিজ খেলোয়াড়ের তকমা পেয়ে গেছেন তিনি।

২৬ চলতি মৌসুমের লিগে ২৭ ম্যাচে তিনি ২৬ গোল করেছেন। ৬০ বছর পর জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ২৫ বা এর বেশি গোল করার কীর্তি গড়েছেন তিনি।

২৫ বর্ণাঢ্য ক্যারিয়ারে দশমবারের মতো লিগের এক মৌসুমে ২৫ গোল অতিক্রম করার কৃতিত্ব দেখিয়েছেন রোনালদো।

৩০ ক্যারিয়ারে ১১তম বারের মতো সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে অন্তত ৩০ গোল করার নজির স্থাপন করেছেন সিআর সেভেন।

৩৩৬ দুই মৌসুমে রোনালদো মোট শট নিয়েছেন ৩৩৬টি, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ।

৫.৫ তুরিনের বুড়িদের হয়ে প্রতি ম্যাচে গড়ে ৫.৫টি শট নিয়েছেন তিনি। রিয়ালে থাকাকালে ম্যাচপ্রতি ৬.৩টি শট নিতেন তিনি।

১৫ এখন পর্যন্ত জুভেন্টাসের জার্সিতে ১৫ অ্যাসিস্ট করেছেন রোনালদো। ম্যাচপ্রতি ১.৫টি হারে সুযোগ তৈরি করেছেন মোট ১২২টি।

১ ক্লাবটির হয়ে ফ্রি-কিক থেকে একটি মাত্র গোল পেয়েছেন রোনালদো। সেটিও ৪৩ বারের চেষ্টায়

সর্বশেষ হালনাগাদ : ১০ জুলাই ২০২০

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close