ক্রীড়া ডেস্ক

  ২০ এপ্রিল, ২০২০

তুর্কমেনিস্তানেও ফুটবল লিগ

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় সব জায়গায় খেলাধুলা বন্ধ। বিতর্কের মধ্যেও কেবল চলছিল বেলারুশ, তাজিকিস্তান ও নিকারাগুয়ার ফুটবল লিগ। এবার তুর্কমেনিস্তানও স্থগিত হওয়া ফুটবল লিগ চালু করলো। বেলারুশে ৫ হাজারের কাছাকাছি করোনা আক্রান্ত রোগী মিললেও তাজিকিস্তান, নিকারাগুয়া ও তুর্কমেনিস্তানে সংক্রমণ নেই বললেই চলে। তবু সতর্কতা হিসেবে তাজিকরা ফাঁকা মাঠেই খেলা চালাচ্ছিল। কিন্তু একদম স্বাভাবিক ঘরানায় ভরা গ্যালারিতেই ফুটবল লিগ শুরু করেছে তুর্কমেনিস্তান। গতকাল থেকে দর্শকদের প্রবেশ উন্মুক্ত রেখেই স্থগিত থাকা লিগ আবার চালু হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা সংক্রমণের শঙ্কায় গেল মাসে লিগ স্থগিত করেছিল তুর্কমেনিস্তানের ফুটবল ফেডারেশন। কিন্তু এক মাসের মধ্যেও পরিস্থিতির কোনো রকম অবনতি না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরেছে তারা। দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার প্রথম ম্যাচে রাজধানীর আসখাবাদে বর্তমান চ্যাম্পিয়ন আলতিন আসির মুখোমুখি হয়েছে কোপেতদাগের।’ দর্শকদের মাঠে গিয়েই উপভোগের সুযোগ থাকছে খেলা। করোনা মহামারির সময়ে একেবারে উন্মুক্ত গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে খেলা চালুর ঘটনা এই প্রথম। বার্তা সংস্থা এএফপিকে দেশটির ফুটবল ভক্ত আসির ইউসুপভ জানান, ‘খেলার মাঠের আনন্দ-উল্লাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।’ তার যুক্তি, ‘আমাদের দেশে যেহেতু করোনাভাইরাস নেই, তাহলে খেলা শুরু করতে সমস্যা কোথায়?’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close