ক্রীড়া ডেস্ক

  ১২ এপ্রিল, ২০২০

এবার ৫ হাজার মানুষের পাশে শচীন

অদৃশ্য ভাইরাস করোনার ভয়াল থাবায় অচল পুরো বিশ্ব। ভারতেও বেশ নাজেহাল অবস্থা। পুরো দেশ অবরুদ্ধ। এমন পরিস্থিতিতে একে একে এগিয়ে আসছেন দেশটির ক্রীড়াব্যক্তিত্বরা। এ তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকারও। ভারতের ব্যাটিং ঈশ্বর অনুদান দিয়েছিলেন ৫০ লাখ রুপি। এবার ৫ হাজার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তিনি।

‘আপনালয়’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৫ হাজার মানুষের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। মহৎ এই কাজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শচীনকে ধন্যবাদ জানিয়েছে আপনালয় সংস্থা, ‘এমন সংকটের দিনে আপনালয়ের পাশে দাঁড়ানোয় শচীনকে ধন্যবাদ।’

এর আগে ৫৯ সেঞ্চুরির জন্য ৫৯ লাখ রুপি দান করেছিলেন সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার, যার মধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন ২৪ লাখ রুপি। এছাড়া ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে অনুদান দিয়েছন ৫০ লাখ রুপি। আরেক বিশ্বজয়ী হরভজন সিং তার নিজ এলাকা জালান্ধারে ৫ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close