ক্রীড়া প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ফাইনালে এক পা আফগানদের

ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। তবুও আফগানিস্তানকে অল্প রানে বেঁধে ফেলতে পারল না বাংলাদেশ। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ও ভাই’ ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করেছে আফগানরা।

আফগানদের চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন মোহাম্মদ নবী। পরশু জিম্বাবুয়ে ম্যাচের মতো কালও রীতিমত প্রলয় ঘটেছে এই হার্ডহিটারের ব্যাটে। ৫৪ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অজেয় ছিলেন নবী। আগের ম্যাচে চার ছক্কা হাঁকানো ব্যাটসম্যান রোববার সাদা বলটাকে সরাসরি সীমানা ছাড়া করেছেন সাতবার। তার হার না মানা ইনিংসে চারের সংখ্যা তিনটি।

লক্ষ্য তাড়া করতে নেমে আবারো সেই চিরচেনা দৃশ্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে ৩১ রান তুলতেই এক হালি ব্যাটসমান নেই বাংলাদেশের। রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস ও সৌম্য সরকার। চমক দেখিয়ে ওপেনিংয়ে নামা মুশফিকুর রহিমেরও দম ফুরিয়ে গেছে ৫ রান তুলতেই। দলনেতা সাকিব আল হাসানও (১৫) ডাগআউটের পথে হাঁটা ধরেছেন। পরিস্থিতি সামাল দিচ্ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ (৯*)।

এর আগে রোববার ইনিংসের শুরুতে আফগানিস্তানের টুটি চেপে ধরেছিল বাংলাদেশ। ৪০ রানের মধ্যে অতিথিদের চার উইকেট ফেলে দিয়েছিলেন সাকিবরা। শুরুর এই বিপর্যয় আফগানিস্তান কাটিয়ে উঠেছে নবীর বিস্ফোরক ব্যাটিংয়ে। এক প্রান্ত আগলে রেখে আসগর আফগান কেবল উইকেটের লাগাম টেনে ধরেছেন। ৩৭ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪০ রানে আউট হয়েছেন আসগর।

আসগরের ব্যাট যতটা শান্ত ছিল, ততটাই উত্তাল হয়ে উঠেছিল নবীর ব্যাট। সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংসেরও আভাস দিয়েছিলেন তিনি। যদিও ৬ রানের জন্য নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি। পাননি সেঞ্চুরিও, আক্ষেপটা ১৪ রানের। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কারণে লক্ষ্যটা অন্তত নাগালের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ। আফগানদের পতন হওয়া ছয় উইকেটের চারটি নিয়েছেন সাইফউদ্দিন। আগের ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং করা সাকিব আল হাসান কাল অবশ্য দুর্দান্তভাবে ফিরেছেন। চার ওভারে মেডেনসহ ১৮ রান দিয়েছেন টাইগার অধিনায়ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close