ক্রীড়া প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

জয়ে চোখ ইব্রাহিমের

বৃষ্টির বাগড়ায় তৃতয়ি দিনের খেলা বন্ধ করতে হয়েছে আধঘণ্টা আগেই। আজ ম্যাচের চতুর্থ দিন বাড়তি ৫ ওভারসহ অন্তত আরো ১৮৫ ওভারের খেলা বাকি। সাধারণত এত আগেই ম্যাচের ফল সম্পর্কে মন্তব্য করা হবে বোকামি। কিন্তু যখন কোনো দল দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের লিড দাঁড় করিয়ে ফেলে, তখন আসলে জয়-পরাজয়ের হিসাব করাই স্বাভাবিক।

যেমনটা করা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চলতি টেস্টে। যেখানে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট অক্ষত রেখে ৩৭৪ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এই অবস্থা থেকে আফগানিস্তানের পক্ষে বাজি ধরার লোকই পাওয়া যাবে বেশি। কেননা প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ৩৭০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ৭টি। এই অসাধ্য সাধন বাংলাদেশের ঘুণে ধরা ব্যাটিং লাইন আপের পক্ষে যে সম্ভব নয়, সেটা আর বুঝতে বাকি নেই ক্রিকেটবোদ্ধাদের। কাল খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানদের প্রতিনিধি হয়ে আসা ইব্রাহিম জাদরানও বেশ আশাবাদী। ম্যাচে এখন আফগানিস্তান এগিয়ে- বিষয়টি মেনে নিয়ে ইব্রাহিম বলেন, ‘আমরা এখন জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী।’

নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করলেও দেখিয়েছিলেন টেম্পারমেন্ট। আর দ্বিতীয় ইনিংসে তো খেললেন ২০৮ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস। এত ভালো খেলার পেছনে কারণ হিসেবে তিনি জানান, ‘এক মাস আগে (এ দলের হয়ে) বাংলাদেশে খেলার কারণে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা ছিল। যে কারণে আমি ভালো খেলেছি।’

এরই মধ্যে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৭৪ রানের। চতুর্থ দিন সকালে এটিকে ৪০০-এর ওপর পরিণত করার কথা জানালেন ইব্রাহিম, ‘আমাদের লক্ষ্য এখন ৪০০এরর বেশি রানের লিড দাঁড় করানো। এখন আমরা ৩০-৪০ রান (২৬ রান বাকি) দূরে আছি। আশা করি এটা বাংলাদেশের জন্য তাড়া করা সহজ হবে না।’ বাংলাদেশে আসার আগে প্রস্তুতিটা ভালো হওয়ায় চট্টগ্রাম টেস্টে দারুণ কিছু করার ব্যাপারে আশাবাদী ছিল আফগানরা। ইব্রাহিম বলেন, ‘আরব আমিরাতে আমাদের ভালো অনুশীলন ক্যাম্প হয়েছে। এখানে দুইদিনের প্রস্তুতি ম্যাচটাও ভালো কেটেছে। তাই আমরা প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলাম এবং সে ম্যাচের ফল থেকে আমরা এখানে দারুণ কিছু করতে আশাবাদী ছিলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close