reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুলাই, ২০১৯

বাঁকা চোখে

বিরল

উইকেটের পেছনে ৩৫০ দিন কাটানো চাট্টিখানি কথা। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে উইকেটের পেছনে প্রায় এক বছর কাটানোর বিরল এক রেকর্ড গড়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করে এই বিরল রেকর্ড গড়েছেন মাহি। এ আগে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০-এর বেশি ওডিআই ম্যাচ খেলেছেন। শচীন অবসরে গেছেন ৪৬৩ ম্যাচ খেলে। মাহি ভারতের হয়ে ৩৪৭টি এবং এশিয়া একাদশের হয়ে তিনটিসহ মোট ৩৫০ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। যার মাধ্যমে দশম ক্রিকেটার হিসেবে ৩৫০ বা ততধিক ম্যাচ খেলার মাইল ফলক অর্জন করেছেন তিনি। তবে কুমার সাঙ্গাকারা উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা অবশ্য এ পর্যন্ত ৩৬০টি ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করলেও ৪৪টি ওয়ানডেতে খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। ধোনি ৩৫০টি ম্যাচেই শুধু উইকেট রক্ষক হিসেবে অংশ নিয়েছেন। যে কারণে তিনিই স্থান পেয়েছেন রেকর্ড বইয়ের শীর্ষে।

ফরম্যাট

ক্রিকেটের নানা ফরম্যাট নিয়ে গল্পের শেষ নেই। সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি আইসিসিকে নতুন ফরম্যাটে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফরম্যাট অনুসারে, লিগ পর্বের সেরা দুই দল মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল সরাসরি চলে যায় ফাইনালে। আর হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পায় ফাইনালে উঠার। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মোকাবিলা করে এলিমিনেটরের (লিগ পর্বের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচ) জয়ী দলকে। একই আদলে বিশ্বকাপের ফরম্যাট করার দাবি বিরাটের। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে আইপিএল ফরম্যাট না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ‘যদি শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার কোনো আলাদা অর্থ থাকে, তাহলে চাই। আমি মনে করি, আসরের বিশালতার কথা মাথায় রেখে এটা বিবেচনায় নেওয়া উচিত। এই ফরম্যাটটি বিবেচনায় আনা প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close