reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৯

এক স্লিপ

জবানবন্দি

দুঃসময় পিছু ছাড়ছে না নেইমারের। বরং বাড়ছেই। আহত নেইমার হাঁটছেন ক্র্যাচে ভর করে। প্রস্তুতি ম্যাচে খেলার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কোপা আমেরিকা থেকে। গোদের ওপর ওঠা বিষফোড়া ‘নারী ধর্ষণের অভিযোগ’ পরিধি বাড়ছে আরো। ফলে ভাঙা পা নিয়েই পুলিশের কাছে জবানবন্দি দিতে হয়েছে তাকে। নেইমারের বিরুদ্ধে প্যারিসের এক হোটেলে ব্রাজিলীয় মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গোটা বিশ্বেই তোলপাড়। জের হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সংস্থা এরই মধ্যে তাদের বিজ্ঞাপনে নেইমারের ছবি বাদ দিয়েছে। নেইমার জবানবন্দি দিতে হাজিরা দিয়েছেন রিও ডি জেনিরো থানায়। তার আইনজীবী পরে বলেছেন, ‘কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা পরিষ্কার করেছেন নেইমার। তিনি যে নির্দোষ তা দ্রুত প্রমাণিত হবে।’ ভক্তদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নেইমার।

আক্রমণ

তীব্র আক্রমণের কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্স। বিশ্বকাপে তার থাকা; না থাকা নিয়ে যখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে, সেই সময়ে আগুনে ঘি ঢেলেছেন শোয়েব আখতার। যদিও হাওয়ার পাখার সুইস অন করেছিলেন ডি ভিলিয়ার্স নিজেই। বলেছিলেন, ‘আমি বিশ্বকাপের দলে অবসর ভেঙে ফিরতে চেয়েছিলাম কিন্তু বোর্ড আগ্রহ দেখায়নি।’ তার কথায় তেতে উঠেছে বোর্ড; দিয়েছে ব্যাখ্যাও। তবে চলছে কথা চালাচালি। সেখানে শোয়েব বলেছেন, ‘এবিডির কাছে দেশের চেয়ে টাকার মূল্য বেশি। কারণ ডি ভিলিয়ার্স যখন অবসর নেয়; তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ওকে বেশি করে প্রয়োজন ছিল। কিন্তু এবিডি অবসর নিয়ে শুধু টাকার জন্য আইপিএল এবং পিএসএল চালিয়ে গেছেন। দেশ নয়; আর্থিক দিক চিন্তা করে আগেই অবসর নিয়েছেন এবিডি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close