শেলীনা আকতার খানম
০১ ফেব্রুয়ারি, ২০২৫
শীতের দিনে

দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া
মাথায় খড়ের ঝুঁটি,
শিশিরে মুখ ভিজিয়ে ভোরে
হাসছে মটরশুঁটি।
পুকুর জলে শাপলা ফুটে
ছড়িয়ে গেছে লালে,
হলুদ সরষে হাতটা বুলায়
ফড়িং মামার গালে।
পউষ পাবনে মায়ের হাতে
নতুন চালের পিঠা,
খেতে অনেক মজাই লাগে
নলেন গুড়ের মিঠা।
মিষ্টি রোদের ভাঁজে শুনি
পাতা ঝরার গান,
শীতের দিনে গরিব ধনীর
কমুক ব্যবধান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন