উৎপলকান্তি বড়ুয়া
০১ ফেব্রুয়ারি, ২০২৫
এই এইখানে

এই এইখানে
পাখির ঠোঁটে ঘুম ভাঙানো গান,
নিকষ কালো আঁধার শেষে আলোর আহ্বান।
এই এইখানে
জল কলকল নদীর জোয়ার ভাটা,
নতুন ভোরের সূর্য রাঙা পুবের জানালাটা।
এই এইখানে
ভাইয়ের সাহস যত্ন-আদর মায়ের,
খোকন সোনার আঁকা ছবি সবুজ বরণ গাঁয়ের।
এই এইখানে
পরম আদর স্নেহ আঁচল কোলের,
কৃষ্ণচূড়ায় রাঙা ভাষার মুখের মধু বোলের।
এই এইখানে
অরূপ সজীব ক্ষেত-ফসলের দিন,
ভালোবাসায় ত্যাগ মহিমায় লক্ষ শহীদ ঋণ।
এই এইখানে
চাষার বুকের স্বপ্ন পূরণ আশার,
রক্তে পাওয়া এই মাটি মা দেশকে ভালোবাসার।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন