এনাম আনন্দ

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলার সুখ

কুহেলিকার চাদর ঠেলে প্রাতে ওঠে অরুণ

সপ্ত পাথার ঝড় ওঠেছে জাগরে কিশোর-তরুণ।

কালো পর্দার আড়াল বসে কলকাঠি কে নাড়ে

বিশ্ব-নিখিল দখল করলে চিনতে হবে তারে!

কলাপাতায় দোয়েল নাচে ময়ূর ডাকে কেকা

জ্ঞান-বিজ্ঞানে সেরা হলে ইতিহাস হয় লেখা।

গাঙে যখন জোয়ার আসে আটকানো দায় পানি

ওয়েব কলস কাঁখে নিলে চলবে টানাটানি!

কৌতূহলীর কানাকানি পীপিলিকার পাখা

প্রযুক্তিটা মনে গেঁথে জয় করবি সব শাখা।

লক্ষ্মীর বাড়ি অসুর আত্মা রাঙা বধূ রুখে

বসুমতী বাংলার হলে আমরা থাকব সুখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close