সজীব আহমেদ

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ছড়া আমার

ছড়া আমার আবীর-মাখা

মিষ্টি সকালবেলা

গাছের নবীন পাতায় পাতায়

রোদ ঝিলমিল খেলা।

ছড়া আমার নদীর বুকে

জল টলমল ঢেউ

শান্ত নদীর স্রোতের ধারা

কেউ দেখেছো কেউ?

ছড়া আমার খুকুর গালে

আলতো করে চুম

অনাদিকাল ধরে আমার

মায়ের কোলে ঘুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close