অলোক আচার্য

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

রহস্যে ভরা ডেড সি!

পৃথিবী একটা বিশাল রহস্যময় জায়গা। এখানে বিস্মিত হওয়ার বহু উপাদান রয়েছে। এমন কিছু রহস্য রয়েছে যার কিছু মানুষ ভেদ করতে পেরেছে আবার অনেক রহস্য উদঘাটন করা সম্ভবপর হয়নি। রয়েছে বহু রহস্যময় স্থান। এসবের মধ্যে একটি হলো ডেড সি বা মৃত সাগর। নামটি শোনার সাথে সাথেই তোমাদের মনে হতে পারে একটি সাগর কিভাবে মৃত হতে পারে?

সাগরের তো প্রাণই নেই। সত্যি তাই। সাগরের প্রাণ নেই তবে এই সাগর যদি আর কয়েকটা সাগরের মতো বৈশিষ্ট্যের না হয় তখন তাকে ডেড সী বলাই যেতে পারে। এই মৃত সাগরের বৈশিষ্ট্যই হলো আমরা যেমন পানিতে ডুবে যাই সেখানে আমরা অনায়াসে ভেসে থাকতে পারব! শুনেই অবাক হলে তো? তাহলে জানতে হবে ডেড সী সম্পর্কে বিস্তারিত।

ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর। এটি জর্ডানে অবস্থিত। ডেড সি’র পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। মৃত সাগর সমুদ্র পৃষ্ঠ থেকে ৪২০ মিটার বা ১,৩৭৮ ফুট নিচে অবস্থিত। এটি পৃথিবীর ৩১ দশমিক ২০ অক্ষাংশ ও ৩৫ দশমিক ২০ দ্রাঘিমাংশে অবস্থিত। এই সাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার ও প্রস্থ ১৮ কিলোমিটার। সমুদ্রের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৮১০ বর্গ কিলোমিটার। সাগরের গড় গভীরতা ১২০ মিটার বা ৩৯৪ ফুট যার মধ্যে সর্বোচ্চ গভীরতা ৩৩০ মিটার বা ১০৮৩ ফুট।

এই সাগরের পানির লবণাক্ততা শতকরা ৩০ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে ৮ দশমিক ৬ গুণ বেশি। ঠিক এখানেই মানুষের ভেসে থাকার রহস্য। অতি মাত্রায় লবণ থাকার কারণে পানিতে ডুবে যাওয়ার বদলে ভেসে থাকে যে কেউ। আরো একটু বিশ্লেষণ করলে বলা যায়, মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে ১৪ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড, ৪ শতাংশ পটাশিয়াম ক্লোরাইড, ৫০ শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ৩০ শতাংশ সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর লবণাক্ততা শতকরা ৩০ শতাংশ। ফলে পানির ঘনত্ব ১ দশমিক ২৪ কেজি/লিটার।

এসব উপাদানের কারণে ডেড সি’র পানির প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি। আর এই উচ্চ প্লবতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছু ডুবে না। তোমরা জেনে অবাক হবে যে, ডেড সি’তে কোনো মাছ নেই, কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। এখন তো তোমরা জানতে পারলে যে ডেড সি আসলে কেন ডেড বা মৃত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close