অবন্তিকা আফিয়া

  ১১ জানুয়ারি, ২০২৫

আমার গ্রাম

গ্রাম জোড়া মাটির পথ

সবুজ প্রান্তর,

উঠোন ভরা শুকনো ধান

ছোট্ট কাঠের ঘর।

ছোট্ট ভিটে, ছোট্ট পুকুর

ছোট্ট পদ্ম বিল,

ছোট্ট গাঁয়ের মানুষগুলোর

মনের ভীষণ মিল।

বিকেল হলেই পদ্ম বিলে

পাল্লা চলে ভারী,

মাছরাঙা আর গাঙচিল

বক ও বাঁধে সারি।

শঙ্খচিলের হুটোপুটি

দুষ্ট জোড়া শালিক,

চলে পাখির কানামাছি

দোয়েল সাজে মালিক।

দুষ্ট খোকার পাড়া মাতানো

ক্লান্ত খোকার মা,

আয়রে খোকন ঘরে এবার

আর তো পারি না।

আমার গ্রামটা ছোট্ট তবে

শান্তি পাতায় পাতায়,

মাথার ওপর চাঁদ সাক্ষী

নেই ক্লান্তি গায়

আমার গাঁয়ের রাস্তা জুড়ে

ভীষণ সোনা ফলে,

পায়ের নিচের ধূলোগুলোও

মনের কথা বলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close