শেলীনা আকতার খানম
১১ জানুয়ারি, ২০২৫
সূর্য্যি মামা

নেই তো কথা নেই তো হাসি
নেই যে নড়াচড়া,
কি হলো আজ সূর্য্যি মামার
মনটা যে মন মরা।
কি কারণে মেঘের কোলে
আছ শুয়ে চুপ?
দেখছ না শীত শিশির কেমন
পড়ছেরে টুপ টুপ!
এসো এসো জলদি এসো
এসো সবুজ গাঁয়,
পরিয়ে দেবো ফুলের মালা
তোমার মিষ্টি গায়।
ফুল পাখিরা আঁকবে খুশি
রোদের জানালায়,
তাইতো সবাই মুখিয়ে আছি
তোমার অপেক্ষায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন