শামসুন্নাহার সুমনা
১১ জানুয়ারি, ২০২৫
শীতের রূপ
শীতের দিনে চারদিকে
সব কুয়াশায় ঢাকে,
সাদা বকে মাছ ধরে খায়,
গাঁয়ের নদীর বাঁকে।
বৃদ্ধ শিশু শীতের তোরে
চাদর মোজা পরে,
পথ শিশুরা ছেঁড়া জামায়,
কাঁপে যে থরথরে।
কৃষক বাবা চাদর মুড়ে
ক্ষেতের কাজে যায়,
সবাই মিলে নানা রকম
পিঠা পায়েস খায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন