সারমিন চৌধুরী
১১ জানুয়ারি, ২০২৫
নতুন বই
নতুন বই পেয়ে খুকি
খুশি মনে নাচে,
এক দৌড়ে বই নিয়ে
যায় মায়ের কাছে।
নতুন বই নতুন স্বপ্ন
চোখমুখে ভাসে,
নতুন বই পড়ে খুকি
মায়ের পাশে বসে।
নতুন বইজুড়ে আছে
কতরকম পড়া,
সবার আগে পড়ে খুকি
মজার সব ছড়া।
নতুন বই গুছিয়ে খুকি
ব্যাগে ভরে রাখে,
কাল থেকে ক্লাস শুরু
বলে রাখে মাকে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন