জেসমিন সুলতানা চৌধুরী

  ১১ জানুয়ারি, ২০২৫

অভিমানী খুকু

মা যে আমার বড্ড রাগি রোজ বকা দেয় রোজ,

কত্ত স্বাদের রান্না করি নেয় না তবুও খোঁজ।

ফুল পাতাতে কোরমা পোলাও তুষে রাঁধি ভাত,

রাগের চোটে মা না তবুও দেয় না পাতে হাত!

পুতুল বিয়ের ঘর সাজালে তখনো ফোলায় গাল,

পিটিয়ে সে তোলবে নাকি নরম পিঠের ছাল।

কার্টুনেও বিরক্তি খুব ‘চোখটা খাবি তুই’,

সারাটাক্ষণ চায় পড়া তার ফাস্ট কেন হয় জুঁই?

স্কুলও ছুটি একলা একা সকাল ও দুপুর,

আর কী করি, খাতায় লিখি অভিমানী সুর!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close