শাকিলা নাছরিন পাপিয়া
১১ জানুয়ারি, ২০২৫
সে ছেলেটি
যে ছেলেটির মাথার পরে
বাবার ছায়া নাই
যে ছেলেটির হাতের মাঝে
ভরসা না পায় ঠাঁই।
যে ছেলেটি খুব সকালে
কাজের পানে ধায়
যে ছেলেটি খাবার খোঁজে
একলা পথে যায়।
সে ছেলেটির হয় না জানা
শীতের পিঠাপুলি
সে ছেলেটির জীবনজুড়ে
নিত্য দুঃখের ঝুলি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন