নকুল শর্ম্মা
৩০ নভেম্বর, ২০২৪
মায়ের ডাক
বেড়াই যখন মাঠের বুকে
শান্ত দখিন বায়,
মা যে ডাকে খোকা বলে
আমার কাছে আয়।
নদীর কূলে পাখির গানে
উদাস যখন রই,
ব্যস্ত স্বরে মায়েরই ডাক
খোকা গেলি কই?
খেলার ছলে বাইরে গেলে
মায়ের বকুনি,
কই রে খোকা যাসনে কোথাও
আয় রে এখনই।
শাসন মাখা মায়ের আদর
আর কি কোথাও পাই?
পৃথিবীতে মায়ের মতো
আপন কেউ তো নাই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন