আবদুল হাই ইদ্রিছী

  ৩০ নভেম্বর, ২০২৪

ধানের গন্ধে

হেমন্তকাল তুলেছে পাল

আমন ধানের মাঠে,

মন উড়ে যায় পাড়াগাঁয়ে

ভালোবাসা পাঠে।

বিকেল বেলা সূর্যিমামা

মিলায় দেখি তাল,

ধানের সাথে রঙ মিলিয়ে

হতে দেখি লাল।

সন্ধ্যে বেলা করে খেলা

ঘাস ফড়িঙের দল,

পালে পালে নাচন করে

হাসে যে খলখল।

ধানের গন্ধে মন উতালা

রইতে দেয় না ঘরে,

হৃদয় মাঝে শক্ত হাতে

প্রেমটা টেনে ধরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close