মজনু মিয়া
৩০ নভেম্বর, ২০২৪
ফুল ফুটে বনে
ফুল যদি ফুটে বনে
অলি আসে ছুটে,
এক হয়ে গুনগুন
গান গায় জোটে।
মধু নিয়ে শুঁষে খায়
অলি যত জন,
তবু ফুল ধন্য হয়
ভরে অলি মন।
রুপ দিয়ে মধু দিয়ে
শুভাসে ভরায়,
ফুলের মতো জীবন
কার যে ধরায়।
মানুষ হয়ে মানুষ
ভাবে যদি ফুল,
কোনো দিন কভু তারা
করবে না ভুল।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন