আলমগীর কবির

  ৩০ নভেম্বর, ২০২৪

যদি ভালোবাসো

যদি ভালোবাসো লাল সবুজের পতাকা মায়ের মতো,

যদি ভালোবাসো দেশের মাটিকে শেকড়কে অবিরত।

যদি ভালোবাসো মাঠের সবুজ ফসলের ঘ্রাণ তুমি,

তোমার জন্য কত ভালোবাসা রেখেছে জন্মভূমি!

যদি ভালোবাসো বহতা নদীর বুকে জমা যত সুর,

নদী নিয়ে যাবে তোমাকে কোথায় মায়ামাখা খুশিপুর।

যদি ভালোবাসো মুক্ত বাতাসে ফড়িঙের ছুটোছুটি,

দেখবে আকাশ নেমে গেছে দূরে পাবে না কোথাও ত্রুটি!

যদি ভালোবাসো চাঁদ জাগা রাত মায়াবী আলোর ধারা,

জোনাকিরা হেসে আলোর পিদিম জ্বেলে দিয়ে যাবে সাড়া!

যদি ভালোবাসো প্রকৃতির রূপ চুপিচুপি যাও দেখে,

মন ভরে নাও জোছনার মতো মায়ের আদর মেখে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close