জাকির আজাদ
৩০ নভেম্বর, ২০২৪
খাদক
সায়েব বাড়ির বড় ছেলের ছোট ছেলে ভজার,
কঠিন নরম সব খাবারই লাগে ভীষণ মজার
চাপা কলা, সরবি কলা যত পদের কলার
কী পছন্দ করেন তাতো অপেক্ষা নেই বলার।
গাজর, খিরা, চালতা, আমড়া ছোট বড় শশার,
খেতে শুরু করলে দেননা একটু সুযোগ বসার
ভাত বিরানী কোর্মা পোলাউ গরু খাসির কবাব
খেতে পারেন যখন তখন হয় না রুচির অভাব।
দই, জিলাপি, লাড্ডু, সন্দেশ মিষ্টি যত প্রকার,
দিব্যি তিনি খেতে পারেন কেউই নাইরে বকার
চিকেন স্যুপ চাইনিজ রাইস খেতে পারেন ওভার
তৃপ্তি হয় না ঠান্ডা দধি খেয়ে খেয়ে ন’বার।
সব স্থানে খেতে বসেন মানেনা নিয়ম প্রথার,
ধার ধারে না বাঁধা নিষেধ কারো কটু কথার
খাওয়া নাকি তার ধ্যানজ্ঞান সবকিছুরই প্রধান
কোনো খাবার অন্য কাউকে করতে চায়না প্রদান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন