শাকিলা নাছরিন পাপিয়া

  ৩০ নভেম্বর, ২০২৪

শুভ জন্মদিন

আজ বৈশাখী আক্তার আর শ্রাবন্তী রাণীর ‘শুভ জন্মদিন’।

এরা দুই বান্ধবী প্রতি বছর জন্মদিনে বিশেষ কিছু করে।

সূর্যমামার আগেই ঘুম থেকে উঠে নিজ নিজ ধর্মের প্রার্থনা করে।

মা-বাবাকে সালাম এবং প্রণাম করে, ধন্যবাদ জানিয়ে শুরু হয় তাদের শুভ জন্মদিন।

কথা বলার সময় সারাদিন তারা সাবধানে থাকে, যাতে খারাপ কোনো শব্দ বলে না ফেলে। রেগে যাবার মতো কিছু ঘটলেও তারা রাগে না। হাসিমুখে থাকে।

বন্ধুদের সঙ্গে কোনো ব্যাপারেই যাতে ঝগড়া না হয় সেদিকে লক্ষ রাখে।

জন্মদিনে কেক নয়, দুই বান্ধবী মায়েদের পিঠা আর পায়েস বানাতে বলে।

ক্লাসের সবার জন্য সেই পিঠা আর পায়েস নিয়ে আসে।

বৈশাখী আর শ্রাবন্তীকে বন্ধুরা জন্মদিন উপলক্ষে ছবি এঁকে উপহার দেয়।

জন্মদিনে তারা দুইজন একটি করে ভলো কাজ করে।

বিশেষ দিনটি বিশেষভাবে কাটিয়ে তারা জন্মদিনকে... ‘শুভ জন্মদিন’ করে তোলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close