মমতা মজুমদার
০৯ নভেম্বর, ২০২৪
কার্তিক এলো
গাঁয়ের মেঠোপথের বাঁকে
সূর্য দিল উঁকি
কার্তিক এলো গাঁয়ের বুকে
শিশির জলে লুকি।
কী যে ভীষণ মিষ্টি লাগে
পাখি ডাকা ভোর
হেমন্তের গান গেয়ে পাখি
খোলে মনের দোর।
মিষ্টি সকাল পেয়ে গাঁয়ে
মন হারিয়ে যায়
মৃদুমন্দ হাওয়ার তালে
মাঝি নৌকা বায়।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
শিউলি ফুল ফোটে
শিশির ঝরা ঘাসের বুকে
ঘাসফড়িং ছোটে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন