শাহ আলম বিল্লাল
০৯ নভেম্বর, ২০২৪
মিটিমিটি
চাঁদের আলো অনেক ভালো
মন হয়ে যায় পাখি
তাই তোমাকে ডাকি।
জুঁই চামেলি হাসনাহেনা
খুশবু ছড়ায় প্রাণে
নেই তুমি মাঝখানে।
মাথার ওপর রুপালি চাঁদ
জোনাকিরা জ্বলে
তারায় কথা বলে।
মিটিমিটি চাঁদের আলো
খিলখিলিয়ে হাসি
অনেক ভালোবাসি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন