সোমা মুৎসুদ্দী
০৯ নভেম্বর, ২০২৪
এই ফুলুনি তুলতুলুনি
এই ফুলুনি তুলতুলুনি দোল দুলুনির মা
নিবি নাকি আজকে হলো তিনটি বিড়াল ছা।
এই ফুলুনি তুলতুলুনি পড়বি নাকি ছড়া
সেই ছড়াটা একটু মিঠা একটু আবার কড়া।
এই ফুলুনি তুলতুলুনি পুতুল নিবি নাকি
পড়ার কথা বলে আমায় দিসনে কেবল ফাঁকি।
এই ফুলুনি তুলতুলুনি আঁকবি নাকি ছবি
ফুল পাখি আর নদীর জোয়ার উঠবে হেসে রবি।
এই ফুলুনি তুলতুলুনি দোল দুলুনির মাসি
একটু ব্যথা পেলেই কাঁদিস নাকি সুরে বাঁশি।
এই ফুলুনি তুলতুলুনি মায়ের কথা শুনবি
মনের মাঝে মানুষ হওয়ার স্বপ্ন হাজার বুনবি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন