সুব্রত চৌধুরী

  ০৯ নভেম্বর, ২০২৪

নবান্ন

গরুর গাড়ি সারি সারি

কিষান বধূর বাড়ি,

সোনার ধানে ভরবে গোলা

জ্বলবে চুলোয় হাঁড়ি।

কিষান বধূ ঢেঁকি ভানে

আলতা রাঙা পায়ে,

গোলা ভরা ধানে বধূ

ভাসে খুশির নায়ে।

হলুদ বরণ শস্য ফুলে

নয়ন কাড়া রূপ,

ঝিরি ঝিরি হাওয়ায় ঝরে

গাছের পাতা টুপ।

নতুন ধানের পিঠে পায়েস

সবাই মিলে খাবে,

ছেলে বুড়ো মাতবে সবাই

নবান্ন উৎসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close