আহাদ আলী মোল্লা

  ০৯ নভেম্বর, ২০২৪

তোমার সাথেই আছি

প্রিয় স্বদেশ ভূমি

আজকে বলো খোলাখুলি কেমন আছো তুমি

কেমন আছে তোমার আকাশ তোমার বাতাস মাটি

দোয়েল কোয়েল গাছগাছালি সবুজ শীতলপাটি?

কেমন আছে পানকৌড়ি ডাহুক সারস চিল

মাছরাঙা বক হাওর-বাঁওড় খাল-নদী জোল বিল

ধানের আবাদ গমের আবাদ ফসল দোলা মাঠ

আছে কেমন পরান মাঝি খেয়া পারের ঘাট?

জানতে ইচ্ছে করে

কেমন আছে আসমানিরা ভাঙা খড়ের ঘরে

বাদাম চাষের খবর বলো, বোশেখ মাসের মেলা

বসে কি বটগাছের গোড়ায়, হয় কি লাঠি খেলা?

মাটির বাড়ি গরুর গাড়ি মালসা কলস ঘড়া

এসব নিয়ে কেউ কি আজও লিখতে পারে ছড়া?

আমের বাগান খেজুর বাগান বাঁশের বাগান আর

কেমন আছো বলো তুমি মুখটা কেন ভার?

বন্ধু যদি হও

মনের ব্যথা প্রাণের কথা আমার সাথে কও

রাগ কোরো না মান কোরো না, মরি কি আর বাঁচি

তোমার সাথেই ছিলাম স্বদেশ, তোমার সাথেই আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close