আলমগীর কবির

  ০২ নভেম্বর, ২০২৪

শহুরে কিশোর

ঘুড়ি যদি চাই ওড়াতে তাও যেতে হয় ছাদে,

যায় কি খেলা ছাদে বুকে কষ্ট বাসা বাঁধে!

কত্ত মজা ঘুড়ি নিয়ে খোলা মাঠে ছোটা,

যায় আনন্দ বেড়ে যদি পড়ে বৃষ্টি ফোঁটা!

রঙিন মাছের অ্যাকুরিয়াম মন টানে না আমার,

নাই তো সুযোগ মাছ ধরতে নদীর জলে নামার!

ফ্ল্যাটবাড়ির এই সাততলাতে পাই না পরশ মাটির,

অনুমতি নেই ধুলোতে বাইরে হাঁটাহাঁটির!

ইশকুলে যাই গাড়ি করে চোখ জানালার কাচে,

শহুরে এই কিশোর ছেলের স্বপ্ন কেমনে বাঁচে?

স্বপ্নগুলো খাঁচায় পোষা পাখির মতো বন্দি,

আকাশ দেখার ছুটি পেতে করছি কত সন্ধি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close