বাসুদেব খাস্তগীর
০২ নভেম্বর, ২০২৪
রঙের বাহার
বেগুন থেকে বেগুনি রঙ
নীলাকাশের নীল
রঙের সাথে এসব কিছুর
দেখুন কেমন মিল।
হলুদ কাটলে-হলুদ রঙের
বসে যেন মেলা
কমলাতে কমলা রঙ
নিত্য করে খেলা।
সাদা মনের মানুষ আছে
বলতে শুনি লোকে
মনের কালো রঙও কিন্তু
যায় না দেখা চোখে।
মনের সাদা মনের কালো
কাজের মাঝেই রয়
মনের চোখে দেখলে তখন
মিলবে পরিচয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন