বেণীমাধব সরকার
০২ নভেম্বর, ২০২৪
হেমন্তিকার রূপ
হেমন্তিকার মাঠ ভরা ধান
স্বর্ণালি শিষে হাসে,
উদাসী বাতাস চুমকুড়ি দেয়
আনন্দ উল্লাসে।
মল্লিকাদের পাপড়িগুলোতে
রূপের মাধুরী আঁকা,
মৌলভি অলি প্রজাপতিগুলি
সানন্দে মেলে পাখা।
হালকা শীতের মৃদু মৃদু হাওয়া
হিমালয় হতে আসে,
হাওর-বাঁওড়ে অতিথি পাখিরা
কলকাকলিতে ভাসে।
মৃদু কুয়াশায় ভোর জেগে ওঠে
কাঁচা রোদ ঝিকিমিকি
ছন্দ ছড়ায় গায়ের কবিরা
নেয় তা খাতায় লিখি।
নতুন ধানের গুঁড়ি কুটাকুটি
ঢাকুর ঢুকুর রবে,
পল্লী গাঁয়ের জেগে ওঠে পাড়া
নবান্ন উৎসবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন