জাকির আজাদ
০২ নভেম্বর, ২০২৪
পথশিশু
দশ বছরের পারভেজ, অলি
মনু, বাবুল, গবাই
কারো নাইরে ঠিক ঠিকানা
পথশিশু সবাই।
বাবুল জানে না মা-বাপ কই
ছিল বোন ক’ভাই;
মনু দেখেছে তার মা বাপকে
কারা করল জবাই।
অলির মা ভাত হোটেলে
মাজ তো ডেকচি কড়াই,
রোগে মরল করতে গিয়ে
অতি কাজের বড়াই।
পথে ঘুরে বড় হলো গবাই
কেমন ডরাই ডরাই,
পারভেজ কিচ্ছু জানে নারে
করছে বাঁচার লড়াই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন