উৎপল কান্তি বড়ুয়া

  ২৬ অক্টোবর, ২০২৪

কালো সাদা

কালো রাতের কালে আঁধার নেই তুলনা তার

কালো কালো কাক কালো রঙ কালো চমৎকার।

কালো জামও গাছের ডালে টসটসে হয় পেকে

কালো লোকও বেশ ভালো হয় মনের দিক থেকে।

কালো জুতো জোড়া পরেই দাদু দিলেন ফাল

কালো এবং সাদার জুটি সেই তো চিরকাল!

কালো মাঝির গলাতে গান হাতে নায়ের হালও

কালো মনের মানুষ কোনো নয়রে মোটেও ভালো।

কালো বিড়াল কালো গরু আর বাদামি সাদা

কালো হস্তী গায়-গতরে সকল প্রাণীর দাদা!

কালো চুলের মাথায় ঘন তেল মাখে কেউ বেশ

কালো ছেলে রঙতুলিতে আঁকে সবুজ দেশ।

কালো চোখের দুকোল জুড়ে মায়া জাদুর-টান

কালো কোকিল, তার কণ্ঠে মধুর সুরে গান।

কালো কালির কলমে হয় লিখতে পরীক্ষাতে

কালো রাতের শেষে আলোর সূর্য হাসে প্রাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close