শেলীনা আকতার খানম

  ১৯ অক্টোবর, ২০২৪

বাঘের ঘাড়ে চড়িং

খলসে মাছের বাঁকা পিঠে

নাচছে গঙ্গা ফড়িং,

ছোট্ট পিঁপড়ে বুক ফুলিয়ে

চড়ুই’র পালক ধরিং।

পুকুর জলের হাওয়া দোলে

গাছের পাতা নড়িং,

এক লাফেতে হরিণছানা

বাঘের ঘাড়ে চড়িং।

লম্বা গোঁফের গেছো ইঁদুর

নদীর পাড়ে ঘুরিং,

ঘুমের ঘোরে দাদু মশাই

মনের সুখে উড়িং।

পাবদা পুটি নৌকায় বসে

বইয়ের ছড়া পড়িং,

মজার দেশে সবাই মিলে

আনন্দ তো করিং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close