সোমা মুৎসুদ্দী

  ১৯ অক্টোবর, ২০২৪

হেমন্তিকা

সবুজ মাঠে হেমন্তিকা হেমন্তেরই কন্যা

বছর ঘুরে এলো আবার ঝরে আলোর বন্যা।

সবুজ পাতায় দোল দুলুনি শীতল পরশ লাগে

দূরের বনে বাজলো বেনু কোন সে রাখাল জাগে।

সবুজ মাঠে ঢেউ খেলিয়ে হেমন্তিকা আসে

পুব আকাশে সূর্যটাও মিষ্টি মধুর হাসে।

সর্ষেখেতে দখিন হাওয়া বইছে মৃদু সুরে

কলসি কাখে গাঁয়ের বধূ জল আনতে দূরে।

খেলার মাঠে খেলছে শিশু পড়ছে খুকি ছড়া

বাংলাদেশের হেমন্ত রূপ ছায়ায় মায়ায় ভরা।

কৃষক ছোটে মাঠের পানে বাউল করে গান

হেমন্তেরই মধুর মায়ায় জাগলো সুখে প্রাণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close