কাশীনাথ মজুমদার পিংকু

  ০৫ অক্টোবর, ২০২৪

শরৎ মানে

শরৎ মানে শিউলি ফোটা

ঝিলের ধারে কাশের ফুল

শাপলা শালুক জল থই থই

ভরা নদীর ভাসান কূল।

শরৎ মানে নীল আকাশে

শুভ্রসাদা মেঘের দল

পদ্ম ফোটা দিঘির জলে

দস্যি দামাল ছেলের দল।

শরৎ মানে ইচ্ছেডানায়

উড়ে উড়ে চলার সুখ

মনপবনের নাওয়ে চড়ে

খুশিতে মন তাড়ায় দুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close