শচীন্দ্র নাথ গাইন
০৫ অক্টোবর, ২০২৪
জাতির বিবেক
শিক্ষাদানের মহান ব্রতে
থাকেন যারা রত,
পরম শ্রদ্ধার পাত্র তারা
তাই মাথা হয় নত।
আলোকিত মানুষ গড়তে
এগিয়ে আসেন তারা,
দরদ দিয়ে দেন শিখিয়ে
সঠিক চলার ধারা।
তাদের স্নেহের ছায়া দিয়ে
রাখেন তারা ঢেকে,
জ্ঞানের আলোর দিক-নিশানা
অন্তরে দেন এঁকে।
শিক্ষকরা জাতির বিবেক
কারিগরের মতো,
মন দিয়ে তাই শুনব তাদের
হিতোপদেশ যত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন