সাবিনা ইয়াসমিন

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঘরে আমার রয় না মন

হাওয়ায় হাওয়ায় দুলছে আজি

সবুজ পাতার বন।

এই না দেখে ঘরে একা

রয় না আমার মন।

টুপ টাপ টুপ বৃষ্টি পড়ে

দু-এক ফোঁটা করে,

এই না দেখে আমার মন

রয় না একা ঘরে।

সঙ্গীরা সব মাঠে গিয়ে

ওঠে খেলায় মেতে,

ঘরে আমার রয় না মন

চায় যে সেথায় যেতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close