উৎপলকান্তি বড়ুয়া
২৮ সেপ্টেম্বর, ২০২৪
খাপছাড়া
সাপুড়ে তার টুপড়ি খালি
রাখে ভয়ে সাপ ছাড়া,
ডেকসিতে দুধ গরম করে
চুলার আগুন তাপ ছাড়া।
নতুন জুতো আনল কিনে
পায়ের কোনো মাপছাড়া,
এই দুনিয়ার সবাই পাগল
তার শুধু মা-বাপ ছাড়া।
নাশতা করে না কোনো দিন
দেশীয় ফল গাব ছাড়া,
জ্বর হলে পর খায় না কিছুই
নারকেল বা ডাব ছাড়া।
হাতের তালুয় নিয়ে চা খায়
কোনোই গেলাস-কাপ ছাড়া,
তেইল্যাচোরার ভয়েই হলো
সেই রাতে টেকনাফ ছাড়া।
হেঁটেই চলে শূন্যে উঠে
হাইজাম্প বা লাফ ছাড়া,
আজগর আলীর কাজকর্ম-
কাণ্ডসকল খাপছাড়া।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন