মাহমুদা জিয়াসমিন
২৮ সেপ্টেম্বর, ২০২৪
আমার ভীষণ ইচ্ছে
আমার ভীষণ ইচ্ছে করে
পাখির মতো উড়তে
নীল আকাশে পাখনা মেলে
মুক্ত হয়ে ঘুরতে।
আমার ভীষণ ইচ্ছে করে
ফসল হয়ে ফলতে
স্রোত হয়ে ঠিক নদীর বুকে
স্বাধীনভাবে চলতে।
আমার ভীষণ ইচ্ছে করে
মিষ্টি বাতাস হই
দোল দিয়ে ঠিক বেড়াই ঘুরে
ফুলের সাথে রই।
আমার ভীষণ ইচ্ছে করে
ইলশেগুঁড়ি হতে
ভিজবে সবাই আমার জলে
হোঁচট খাবে পথে।
আমার ভীষণ ইচ্ছে করে
সন্ধ্যা আলো হবো
আঁধার ঘরে জ্বালিয়ে আলো
খানিক সময় রবো।
আমার ভীষণ ইচ্ছে করে
হবো বাঁকা চাঁদ
আমায় দেখে ভাববে কত
কাটবে কত রাত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন